পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে 8 বিধায়কের ইস্তফাপত্র বাতিল, ঝুলছে কুমারস্বামীর সরকার - siddharamaiya

কর্নাটকে 8 বিধায়কের ইস্তফাপত্র বাতিল করে দিলেন সেই রাজ্যের অধ্যক্ষ রমেশ কুমার ।

কুমারস্বামী

By

Published : Jul 9, 2019, 10:48 PM IST

বেঙ্গালুরু, 9 জুলাই : 8 বিধায়কের ইস্তফাপত্র বাতিল করে দিলেন কর্নাটকের বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার । তাঁদের ওই ইস্তফাপত্রের নথি যথাযথ না হওয়ায় ইস্তফাপত্র বাতিল করেছেন বলে জানান রমেশ কুমার । অপর 5 জনের ইস্তফাপত্র গ্রহণ করলেও তাঁদের সঙ্গে আগামী শুক্রবার ও সোমবার আলাদা করে আলোচনায় বসবেন । খতিয়ে দেখা হবে তাঁরা ইস্তফাপত্র নিজের ইচ্ছায় নাকি বলপূর্বকভাবে দিয়েছেন ।
রমেশ কুমার আজ বলেন, "এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করা হচ্ছে । প্রতিটি পদক্ষেপে ইতিহাস তৈরি হবে । তাই ভুল করার কোনও জায়গা নেই ।"

আজও কর্নাটকের পরিস্থিতি নিয়ে BJP-কে তোপ দাগেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । তিনি অভিযোগ করেন, "এমন অস্থিরতা তৈরির পিছনে হাত রয়েছে অমিত শাহ ও নরেন্দ্র মোদির । তাঁদের প্ররোচনায় সরকারকে বিকল করে দেওয়া হচ্ছে । গণতন্ত্র ও মানুষের রায়ের বিরুদ্ধে কাজ করছেন তাঁরা ।"

সিদ্দারামাইয়ার আরও অভিযোগ, "টাকা, ক্ষমতা, মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখিয়ে ভাঙন ধরাচ্ছে সরকারে । BJP-র এমন পদক্ষেপ অভ্যেসে দাঁড়িয়েছে ।" পাশাপাশি স্পিকারের কাছেও অনুরোধ জানান, দলত্যাগ-বিরোধী আইন এনে কড়া পদক্ষেপ নেওয়া হোক । অভিযুক্তদের 6 বছর ভোটে লড়ার থেকে নির্বাসিত করারর দাবিও জানান তিনি ।

এর আগে জোট সরকারের 13 বিধায়ক ইস্তফা দেন স্পিকারের সচিবালয়ে । স্পিকার ছুটিতে ছিলেন । তাই আজ ওই বিধায়কের ইস্তফাপত্র খতিয়ে দেখেন স্পিকার ।

এদিকে নির্দল বিধায়ক এইচ নাগেশ ও আর শংকর মন্ত্রীপদ ছেড়ে সরকার থেকে সমর্থন তুলে নিয়েছেন । জল্পনা, BJP-কে সমর্থন করতে পারেন তাঁরা । এর ফলে জোট সরকারের হাতে 116 বিধায়ক রয়েছে । তবে 13 বিধায়কের ইস্তফা গৃহীত হলে সেই সংখ্যা দাঁড়াবে 103-এ। BJP-র বিধায়ক সংখ্যা 105 । 2 নির্দল বিধায়ক তাদের সঙ্গে যোগ দিলে মোট বিধায়ক হবে 107 । সেক্ষেত্রে 224 আসনের ম্যাজিক ফিগারও 113 থেকে কমে দাঁড়াবে 106-এ ।

ABOUT THE AUTHOR

...view details