পাপুম পারে, 11 জুলাই : অরুণাচল প্রদেশে ধসে কমপক্ষে আটজনের মৃত্যু হল ৷ গতকাল পাপুম পারে জেলার টিগদো গ্রাম ও মোদিরিজো এলাকায় ধস নামে ৷ মৃতদের মধ্যে আট বছরের একজন রয়েছে ৷ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি ও ধসে মৃত্যুর খবর শুনে দুঃখিত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য যাবতীয় সাহায্য করা হবে ৷’’
অরুণাচল প্রদেশে ধসে মৃত 8, টুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর - Landslides in Arunachal
IMD আগামী কয়েকদিন অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ৷
ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও ৷ পাশাপাশি সাধারণ মানুষকে বিপজ্জনক জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে অরুণাচল প্রদেশ সরকার ৷
এদিকে অরুণাচল প্রদেশ পুলিশ ও পূর্ব সিয়াং জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে এক দম্পতিকে উদ্ধার করা হয় ৷ বন্যার কারণে তাঁরা সিবো কোরোং নদীর পাসিঘাটে আটকে পড়েছিলেন ৷ IMD-র তরফে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ পাশাপাশি 9 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে লাল সতর্কতা জারি করেছে ৷