সোলান, 15 জুলাই : প্রবল বৃষ্টিতে হিমাচলপ্রদেশের সোলানে ভেঙে পড়ে বাড়ি । গতকাল বিকেলে কুমারহাট্টি এলাকায় বহুতলটি ভেঙে পড়ায় 35 জনেরও বেশি লোক সেখানে আটকে পড়ে বলে আশঙ্কা । জানা যায় সেখানে ছিলেন সেনাকর্মীরাও । পরে শুরু হয় দেহ উদ্ধার । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 14 । যাঁদের মধ্যে 13 জন সেনাকর্মী ও এক জন সাধারণ মানুষ ।
প্রবল বৃষ্টিতে হিমাচলে বাড়ি ভেঙে মৃত 14 - many trapped in Himachal building collapse
বল বৃষ্টিতে হিমাচলপ্রদেশের সোলানে ভেঙে পড়ে বাড়ি । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 13 । যাঁদের মধ্যে 12 জন সেনাকর্মী ও এক জন সাধারণ মানুষ রয়েছেন ।
![প্রবল বৃষ্টিতে হিমাচলে বাড়ি ভেঙে মৃত 14](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3841299-thumbnail-3x2-ww.jpg)
জানা গেছে, যে বহুতলটি ভেঙে পড়েছে তাতে একটি রেস্তরাঁ ছিল । সেখানেই দুপুরের খাবার খেতে গেছিলেন সেনাকর্মীরা । বাড়িটি হঠাৎ ভেঙে পড়ায় তাঁরা সকলেই ধ্বংসস্তূপে আটকে পড়েন । সেখান থেকে প্রাথমিকভাবে 8টি দেহ উদ্ধার হয়েছে । তাঁদের মধ্যে 6 জন সেনাকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয় । আহতের সংখ্যা 21 । তাঁরা চিকিৎসাধীন ।
গতকাল বিকেলে ঘটনাটি ঘটার পরই খবর যায় NDRF -এ । তাদের দু'টি দল ঘটনাস্থানে এসে উদ্ধারকাজ শুরু করে । সোমবার NDRF-এর আরও একটি দল সোলানের উদ্দেশে রওনা দিয়েছে । এখনও পর্যন্ত মোট 34 জনকে উদ্ধার করা হয়েছে ।