হায়দরাবাদ, 14 অক্টোবর : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ ৷ 24 ঘণ্টা ধরে টানা বৃষ্টির জেরে কোথাও ভেসে গেল গাড়ি, কোথাও বাড়ির উপর ভেঙে পড়ল গাছ ৷ একই অবস্থা তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ৷ ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানিয়েছেন DCP সাউথ জ়োন গজ়ারাও ভূপাল ৷ সবমিলিয়ে বৃষ্টিতে তেলাঙ্গানায় মোট 15 জনের মৃত্যু হয়েছে ৷
বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ৷ বান্দলাগুড়ার ঘটনাস্থানেও যান তিনি ৷ টুইটারে শহরবাসীকে বাড়িতে থাকার আবেদন জানিয়ে তিনি লেখেন, "বান্দলাগুড়ার মহমেডিয়া হিলসে বাড়ির বাউন্ডারি ভেঙে 9 জনের মৃত্যু হয়েছে ৷ 2 জন আহত ৷ সামসেদাবাদে আটকে পড়া বাসের যাত্রীদের লিফট দিয়েছি ৷ জায়গাটির পরিদর্শনে গেছিলাম ৷ এবার নজিরবিহীন বৃষ্টি হয়েছে ৷ আপনাদের বাড়িতে থাকার অনুরোধ জানাচ্ছি ৷"