বিশাখাপটনম, 2 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী । ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে আপাতত 74টি ট্রেন বাতিল করা হয়েছে ।
ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে । আজ সন্ধ্যা থেকে ভদ্রক এবং ভিজ়িয়ানাগারামের মাঝে ট্রেন চলাচল বন্ধ থাকছে । সেই অনুযায়ী ইস্ট কোস্ট রেলওয়ের তরফে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে । সন্ধ্যা থেকে ভুবনেশ্বর ও পুরীর মাঝে ট্রেন চলাচল বন্ধ থাকছে । হাওড়া থেকে চলবে না ইস্ট কোস্ট এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেস । রাতে হাওড়া থেকে পুরীগামী ট্রেন বাতিল করা হয়েছে । সন্ধ্যা থেকে বন্ধ থাকছে বেঙ্গালুরু, চেন্নাই, সেকেন্দরাবাদগামী ট্রেন। আগামীকাল পুরী ও ভুবনেশ্বর থেকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে । এমন কী যে সমস্ত ট্রেন পুরী ও ভুবনেশ্বর হয়ে যাবে সেগুলিও বাতিল করা হয়েছে।