পুরুলিয়া, 28 মে : দীর্ঘ লকডাউনে গুজরাতের জামনগরে আটকে পড়েছিলেন পুরুলিয়ার 71 জন শ্রমিক । শ্রমিক স্পেশাল ট্রেনে আজ ফিরলেন তাঁরা ।
আজ স্টেশন চত্বরেই ওই শ্রমিকদের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এর সঙ্গে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওষুধ, মাস্ক, শুকনো খাবার ও পানীয় জল । তারপর তাঁদের জেলার বিভিন্ন ব্লকে পাঠানো হয় । সেখানে ফের তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয় । সেখানে কোয়ারানটাইন সেন্টারে তাঁদের 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে ।
পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া, মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ির শ্রমিকরাও ফিরেছেন এই স্পেশাল ট্রেনে । পুরুলিয়া জেলার বান্দোয়ান, ঝালদা, জয়পুর, মানবাজার, আড়ষা সহ বেশ কয়েকটি ব্লক থেকে ওই 71 জন শ্রমিক গুজরাতে কাজ করতে গিয়েছিলেন ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় গুজরাতের জামনগরে আটকে পড়েন তাঁরা । পরে তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন । পুরুলিয়া জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেন । তারপরই তাঁদের শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরানো হয় l
এর আগে 13 মে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনে 1 হাজার 260 জন ভিনরাজ্য থেকে পুরুলিয়ায় ফিরেছিলেন । আর আজ ফিরলেন 71 জন ।