পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এতগুলো সুষ্ঠু-অবাধ নির্বাচনই সংবিধানের মাহাত্ম্য প্রমাণ করে - Bidhansabha Speaker Biman Banerjee

ভারতের সংবিধান শুধু নমনীয়ই নয় , অন্য অনেক দেশের থেকে শক্তিশালী । মজবুত সংবিধানের জন্যই দেশের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করতে পারে । আলোচনায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

সংবিধান
সংবিধান

By

Published : Nov 26, 2019, 12:04 PM IST

Updated : Nov 26, 2019, 12:19 PM IST

কলকাতা, 26 নভেম্বর : ভারতের সংবিধানকে আমার বিশ্বের সর্বশ্রেষ্ঠ বলে মনে হয় । এই সংবিধান কেবল নমনীয় তাই নয়, আর পাঁচটা দেশের থেকে অনেক বেশি শক্তিশালীও । আমাদের দেশে যেরূপ শান্তিপূর্ণ ভাবে, বিনা রক্তপাতে নির্বাচন হয়, সেটাই একটা প্রকৃত সংবিধানের বৈশিষ্ট্য । এটাই আমাদের দেশের গণতন্ত্রের সাফল্য ।

1949 সালের 26 নভেম্বর । গণপরিষদে গৃহীত হয়েছিল সংবিধান । পরের বছর 1950 সালের 26 জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয় । সে দিনের কথা আজও মনে পড়ে । গর্ব বোধ হয় ।

গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানে বেশ কিছু বিধান রয়েছে । একাধিক কারণে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে । সন্দেহ নেই, এমন পদক্ষেপ করা হয়েছে গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করার জন্য । আজকাল, সংবিধানের বেশ কিছু ধারা নিয়ে অনেক বিরূপ মন্তব্য কানে আসে । কিন্তু আমার মনে হয় এতগুলো বছর পরও সংবিধান স্বমহিমায় উজ্জ্বল । এর গুরুত্ব বিন্দুমাত্র হ্রাস পায়নি । এর সব থেকে বড় উদাহরণ শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক উপায় অবাধ নির্বাচন । একটা সুস্থ-মজবুত-সবল-ভারসাম্যপূর্ণ গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিন্দুমাত্র রক্তক্ষরণ হবে না । দেশের এতগুলো সাধারণ নির্বাচনের দিকে চোখ বোলালেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় । এ দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে এক দল থেকে অন্য দলে ক্ষমতা হস্তান্তরিত হয় । কোনও দিন সেনাবাহিনী বন্দুকের সাহায্যে ক্ষমতা দখল করেনি । প্রতিবেশী অনেক দেশে রক্তক্ষয়ী পালাবদলের ঘটনা প্রত্যক্ষ করেছি । ভারতে কোনও দিন এমন কোনও ঘটনা ঘটেনি ।

"সে দিনের কথা আজও মনে পড়ে , গর্ব বোধ হয় "

সংবিধানের 70 বছর উপলক্ষ্যে একটা কথা মনে রাখতে হবে । যেহেতু আমাদের দেশের সংবিধান অনেক বেশি নমনীয়-পরিবর্তশীল, তাই ধারাবাহিক আলোচনার মাধ্যমে একে আরও শক্তিশালী-মজবুত করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত । আমি মনে করি, ধারাবাহিক আলোচনার মাধ্যমে একে আরও মজবুত করা যেতে পারে । এটাও ঠিক, অনেক ক্ষেত্রে সংবিধানের লিপিবদ্ধ অনেক কিছু ঠিক মতো মানা হয় না । তবে, তার জন্য একে আস্তাকুঁড়েতে ফেলে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না ।

ভারতের মতো 130 কোটির দেশে প্রতিটি মানুষ শান্তিতে-নিরাপদে বসবাস করতে পারেন, তার কারণ একটা সুষ্ঠু সংবিধানের অবস্থান । ভারতের গণতন্ত্র বিশ্বশ্রেষ্ঠ । সংবিধানের ছত্রে ছত্রে এই গণতান্ত্রিক কাঠামোর কথা উল্লেখ আছে । এই সংবিধানকে মেনে চলা আমাদের একান্ত কর্তব্য । এই দায়িত্ব শুধু প্রতিটি আমজনতার নয়, এই দায়িত্ব পালন করতে হবে সরকারকেও । অনেক সময় কোনও কোনও সরকারের কাজে সংবিধান-গণতন্ত্র না মানায় ছবিটা ধরা পড়ে । এই বিষয়টায় সচেতন হতে হবে । আমাদের সাংবিধানিক কাঠামোকে রক্ষা করার দায়িত্ব আমাদের । প্রতিটি সরকারের উচিত সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করা ।

Last Updated : Nov 26, 2019, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details