পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বের বৃহত্তম সংবিধানের সাফল্য

বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে যে বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে তার দিকে নজর দেওয়া যাক ।

Indian Constitution
সংবিধানের সাফল্য

By

Published : Nov 26, 2019, 7:49 PM IST

ভারতের সংবিধান বিশ্বের মধ্যে বৃহত্তম । ভারতীয় সংবিধানের সঙ্গে বিশ্বের একাধিক দেশের সংবিধানের মিল পাওয়া যায় । বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে যে বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে তার দিকে নজর দেওয়া যাক ।

ব্রিটেন : ব্রিটিশ সংবিধানকে সংসদীয় গণতন্ত্রের জনক হিসেবে বিবেচনা করা হয় । ভারতীয় সংবিধান ব্রিটেনের সংবিধান থেকে বেশ কয়েকটি বিষয় গ্রহণ করেছে । সরকারের সংসদীয় রূপ, এক নাগরিকত্ব, মন্ত্রিপরিষদীয় ব্যবস্থা, সংসদের ক্ষমতা, সংসদে দু'টি কক্ষের অবস্থান, স্পিকারের পদ্ধতি ।

আয়ারল্যান্ড : রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভা সদস্যদের মনোনীত করার পদ্ধতি ।

অ্যামেরিকা : রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির দায়িত্ব ও কর্তব্য বণ্টন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের অপসারণ, মৌলিক অধিকার, ক্ষমতা বণ্টন, বিচার ব্যবস্থার পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রস্তাবনা ।

কানাডা : শক্তিশালী কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন, কেন্দ্রীয় সরকারের আবাসিক ক্ষমতা, রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং এক্তিয়ার ।

অস্ট্রেলিয়া: যুগ্ম তালিকা, সংসদের যৌথ অধিবেশন (ধারা 108), দেশ ও রাজ্যগুলির মধ্যে স্বাধীন বাণিজ্যিক সম্পর্ক ।

USSR (বর্তমান রাশিয়া): মৌলিক দায়িত্ব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ।

ফ্রান্স: প্রস্তাবনার স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ ।

জার্মানি : জরুরি সময়ে মৌলিক অধিকারে স্থগিতাদেশ, জরুরি সময়ে কেন্দ্রের অতিরিক্ত ক্ষমতা ।

দক্ষিণ আফ্রিকা : সংবিধান সংশোধন, রাজ্যসভার সদস্যদের নির্বাচন ।

ABOUT THE AUTHOR

...view details