দিল্লি, 29 ডিসেম্বর: কোভিড-19 ভারতীয় মহিলাদের চেয়ে ভারতীয় পুরুষদের উপর সবচেয়ে বেশি হানা দিয়েছে। মঙ্গলবার কোরোনা ভাইরাস সংক্রান্ত কিছু নথি সামনে এনে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকে ভারতে এখনও পর্যন্ত 1.47 লক্ষ মানুষ মারা গিয়েছে। আর এই মৃতদের মধ্যে 70 শতাংশ পুরুষ।
কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এদিন জানান, কোরোনায় মৃত পুরুষদের মধ্যে 45 শতাংশের বয়স 60 বছরের বেশি। তাছাড়া যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 63 শতাংশ পুরুষ। ওই পুরুষদের 52 শতাংশের বয়স 18-44 এর মধ্যে। তবে এই বয়সের পুরুষদের কোরোনায় মৃত্যর হার বেশ কম। তার পরিমাণ 11 শতাংশ।