রাঁচি(ঝাড়খণ্ড), 4 অক্টোবর: সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রাঁচির শুকদেব নগরের ঘটনা । ওই ব্যক্তি নিজেকে বিহারের এক রাজনৈতিক দলের নেতা বলে দাবি করেছে ।
অভিযোগ, শুক্রবার রাতে নাবালিকাকে একা পেয়ে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় ওই ব্যক্তি । তারপর সেখানে তাকে ধর্ষণ করা হয় । ঘটনার পর নাবালিকা অজ্ঞান হয়ে গেলে তাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত । পরে ঘটনার কথা নাবালিকার পরিবারের সদস্যরা জানতে পারলে শুকদেব নগর থানায় অভিযোগ দায়ের করেন ।