রায়পুর, 3 অগাস্ট : নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে খতম সাত মাওবাদী । আজ সকাল থেকেই ছত্তিশগড়ের সীতাগোতার জঙ্গলে চলে দুই পক্ষের গুলির লড়াই । আজ সকালে রুটিন তল্লাশি অভিযান চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) ৷
ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম 7 মাওবাদী - Maoist Killed
ছত্তিশগড়ে এনকাউন্টারে মাওবাদী খতম ৷
ছত্তিশগড়ে এনকাউন্টারে মাওবাদী খতম ৷
রাজ্যের রাজনন্দাগাঁও জেলার বাঘনদি পুলিশ ফাঁড়ির কাছেই সীতাগোতায় তল্লাশি চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা৷ পালটা জবাব দেয় DRG ৷ মৃত্যু হয় সাত মাওবাদীর ৷
ভোর 6টা নাগাদ শুরু হয়েছিল এনকাউন্টার ৷ মাওদমন শাখার DIG সুন্দররাজ পি বলেন, এনকাউন্টারে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে ঘটনাস্থান থেকে ৷ সেখানে AK-47-ও ছিল ৷
Last Updated : Aug 3, 2019, 4:08 PM IST