পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেমডেসিভিরের কালোবাজারি, মুম্বইয়ে গ্রেপ্তার 7 - রেমডিসিভিরের কালোবাজারি

কোরোনা পরিস্থিতিতেই ওষুধের কালোবাজারির অভিযোগে মহারাষ্ট্রের মুলুন্ড থেকে গ্রেপ্তার 7 । 5,400 টাকার রেমডেসিভির ইনজেকশন 30 থেকে 40 হাজার টাকায় বিক্রির অভিযোগ ।

Remdesivir
Remdesivir

By

Published : Jul 19, 2020, 1:47 PM IST

মুম্বই, 19 জুলাই : কোরোনায় আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ইনজেকশনের কালোবাজারির অভিযোগ । মহারাষ্ট্রের মুলুন্ড থেকে সাতজনকে গ্রেপ্তার করল FDA (দা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ।

ক্রেতা সেজে ওষুধ কিনতে গিয়ে ওই সাতজনকে হাতেনাতে ধরেন FDA কর্তারা । ইনজেকশনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । এই চক্রের সঙ্গে এক কম্পাউন্ডারও জড়িত বলে জানা গেছে । কোরোনার চিকিৎসায় ব্যবহৃত 5 হাজার 400 টাকা দামের এই ইনজেকশন 30 হাজার থেকে 40 হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন FDA কর্তারা ।

ঘটনায় FDA কমিশনার অরুণ উনহালে জানান, কালোবাজারিতে জড়িত এই সাতজনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । এর আগেও রেমডেসিভিরের কালোবাজারির অভিযোগে মীরা রোড থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয় । চারটি ইনজেকশন পাওয়া গিয়েছিল ওই দু'জনের কাছ থেকে । বান্দ্রার একটি বেসরকারি নার্সিংহোমের কম্পাউন্ডার তাদের ওই ইনজেকশন সরবরাহ করত বলেও জেরায় জানিয়েছিল তারা ।

ABOUT THE AUTHOR

...view details