পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে কোরোনায় দ্বিতীয় মৃত্যু - COVID-19

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Mar 13, 2020, 10:33 PM IST

Updated : Mar 13, 2020, 11:15 PM IST

22:29 March 13

ভারতে কোরোনায় দ্বিতীয় মৃত্যু

দিল্লি, 13 মার্চ : কর্নাটকের পর এবার দিল্লি ৷ কোরোনা ভাইরাসে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ভারতে ৷ আজ দিল্লির জনকপুরিতে মারা যান 68 বছরের বৃদ্ধা ৷ এই বৃদ্ধা যে কোরোনা ভাইরাসেই মারা গেছেন তা নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রক এবং দিল্লি সরকার ৷  

হাইপারটেনশন ও ডায়াবিটিসের জন্য ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ সঙ্গে তাঁর শরীরে COVID-19 ভাইরাসও পাওয়া যায় ৷ রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা তাঁর চিকিৎসা চলছিল ৷ আজ সন্ধ্যায় মারা যান তিনি ৷

রাজধানীতে কোরোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ছ'নম্বর ছিলেন এই বৃদ্ধা ৷ পশ্চিম দিল্লির বাসিন্দা এই বৃদ্ধা ছেলের সংস্পর্শে আসেন ৷ তাঁর ছেলে গত মাসে ইতালি থেকে ফেরার পরই কোরোনা ভাইরাসে আক্রান্ত হন ৷ প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা না পড়লেও 7 মার্চ সর্দি-কাশি ও জ্বর নিয়ে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান তিনি ৷

দিল্লি সরকারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ওই বৃদ্ধা ও তাঁর ছেলে, দু'জনের শরীরেই COVID-19 এর উপসর্গ পাওয়া যায় ৷ 9 মার্চ থেকে বৃদ্ধার অবস্থা খারাপ হতে থাকে ৷ নিউমোনিয়া বাড়তে থাকায় তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয় ৷ সরকারের তরফে বলা হয়, "রেসপিরেটরি ফ্লাকচুয়েশনের কারণে 9 মার্চ থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় আজ তিনি মারা যান ৷"

গতকাল রাতে ভারতে কোরোনায় প্রথম মৃত্যু হয়েছে ৷ 76 বছরের মহম্মদ হুসেন সিদ্দিকির কর্নাটকের কালাবুর্গির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল ৷ পরে তেলাঙ্গানার হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় ৷ সেখান থেকে ফের কর্নাটকের হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় সিদ্দিকির ৷ গত মাসের 29 তারিখ শ্বাসকষ্ট, সর্দি-কাশির মতো উপসর্গ নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি ৷

ভারতে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 82 ৷ রাজধানীতে আক্রান্তের সংখ্যা সাত ৷ বিশ্বজুড়ে COVID-19 বা কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে ৷ বাড়ছে আতঙ্ক ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কোরোনার জেরে বিশ্বে 4,958 জনের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের পরিমাণ কয়েক লাখ ৷

Last Updated : Mar 13, 2020, 11:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details