লখনউ, 25 এপ্রিল : চিকিৎসার অপেক্ষায় ঘণ্টাখানেক ফুটপাথেই কাটালেন 69 জন কোরোনা আক্রান্ত । রোগীদের অভিযোগ, আজ সকালে ওই সরকারি হাসপাতালে পৌঁছানোর পর তাঁরা দেখেন, হাসপাতালের গেট বন্ধ । হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা না আসা পর্যন্ত বাইরের ফুটপাথেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। উত্তরপ্রদেশের ইটাবা জেলার সাইফাই এলাকার ঘটনা । জানা গেছে পরে ওই হাসপাতালের তরফে প্রয়োজনীয় ব্য়বস্থা নেওয়া হয়েছে । ইতিমধ্যেই ঘটনাটির বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ।
দিন কয়েক আগে আগরা থেকে এই 69 জন কোরোনা আক্রান্তকে সাইফাইর ওই সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । বৃহস্পতিবার সকালে 69 জনকে নিয়ে বাসটি হাসপাতালে পৌঁছায় । তারপরই ফুটপাথের উপর এদিক ওদিক কোরোনা আক্রান্তদের বসে থাকতে দেখা যায় । ঘটনাটিকে কেন্দ্র করে বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে হাসপাতালের গেট বন্ধ । ফুটপাথের উপর এদিক ওদিক বসে রয়েছেন কোরোনা আক্রান্তরা । অধিকাংশর মুখে শুধুমাত্র একটি মাস্ক । বাসের কাছে রাখা একটি বস্তা থেকে জলের বোতল বা ওই জাতীয় কিছু জিনিস রোগীদের হাতে তুলে দিচ্ছে দুজন পুলিশকর্মী । পরে একজন পুলিশ আধিকারিক এসে দূর থেকে তাঁদের কিছু নির্দেশ দিচ্ছেন ।