পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে, বাড়ছে সুস্থতার হারও - 24 ঘণ্টায় দেশে কোরোনা সংক্রমিত

প্রায় প্রতিদিনই দেশে রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে । 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত হয়েছেন 64 হাজার 399 জন । একদিনের নিরিখে সর্বোচ্চ । দেশে এখনও পর্যন্ত মোট সুস্থের সংখ্যা 14লাখ 80হাজার 885 ।

photo
ফাইল ছবি

By

Published : Aug 9, 2020, 10:25 AM IST

দিল্লি, 9 অগাস্ট : প্রায় প্রতিদিনই দেশে রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত হয়েছেন 64 হাজার 399 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । ফলে, 21 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমিতের সংখ্যা ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 21 লাখ 53 হাজার 11 । তার মধ্যে 6 লাখ 28 হাজার 747 জন সক্রিয় আক্রান্ত । তবে সুস্থতার নিরিখেও পিছিয়ে নেই ভারত । কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরছেন অনেকে । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 53 হাজার 879 জন । দেশে এখনও পর্যন্ত মোট সুস্থের সংখ্যা 14 লাখ 80 হাজার 885 । মৃত্যু হয়েছে 43 হাজার 379 জনের । 24 ঘণ্টায় 861 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ।

সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সংশ্লিষ্ট রাজ্য এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 5 লাখ 3 হাজার 84 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 47 হাজার 355 । সুস্থ হয়েছেন 3 লাখ 38 হাজার 362 । মৃত্যু হয়েছে 17 হাজার 367 জনের ।

তালিকায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 2 লাখ 90 হাজার 907 । সক্রিয় আক্রান্তের সংখ্যা 53 হাজার 481 । সুস্থ হয়েছেন 2 লাখ 32 হাজার 618 । অন্ধ্রপ্রদেশেও কোরোনা সংক্রমণের হার কম নয় । সংশ্লিষ্ট রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন 2 লাখ 17 হাজার 40 জন । সক্রিয় আক্রান্ত 85 হাজার 486 ।

আজ এনিয়ে তৃতীয়দিন 60 হাজারের বেশি সংখ্যক মানুষ একদিনে কোরোনায় সংক্রমিত হলেন । 7 অগাস্ট 24 ঘণ্টায় আক্রান্ত হন 62 হাজার 538 জন । যা সেইদিন পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ ছিল । গতকাল সংক্রমণের হার সামান্য কমে, যদিও তা 60 হাজারের নিচে নয় । স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল 61 হাজার 537 জন সংক্রমিত হয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details