পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত বায়োটেক পরিদর্শনে 64 সদস্যের বিদেশি প্রতিনিধিদল - বায়োলজিকাল ই

কোভিড ভ্যাকসিন তৈরির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে 28 নভেম্বর তিনটি শহর ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার ভারত বায়োটেক ও বায়োলজিকাল ই পরিদর্শনে এসেছে 64 সদস্যের বিদেশি প্রতিনিধিদল।

Hyderabad
হায়দরাবাদে পৌঁছালেন 64 জন বিদেশি রাষ্ট্রদূত

By

Published : Dec 9, 2020, 12:43 PM IST

হায়দরাবাদ , 9 ডিসেম্বর : কোরোনা ভ্যাকসিনের প্রস্তুতি খতিয়ে দেখতে হায়দরাবাদের ভারত বায়োটেকে পৌঁছালেন বিভিন্ন দেশের 64 জন দূত ও হাই কমিশনাররা । গত মাসে বিদেশমন্ত্রকের তরফে কোরোনা ইশু নিয়ে কূটনৈতিক মিশনের 190 জন প্রধান ও আন্তর্জাতিক অর্গানাইজ়েশনের শীর্ষস্থানীয় সদস্যের সঙ্গে বৈঠক করা হয়েছিল ।

ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সঙ্গে মিলে কোরোনা ভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক । সোমবার সরকারের কাছে তাদের কোভিড ভ্যাকসিনের অনুমোদনের জন্য অনুরোধ করেছিল ভারত বায়োটেক ।

নভেম্বরে বায়োলজিকাল ই লিমিটেড-এর তরফে জানানো হয়েছিল, তাদের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেছে । ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের আশা প্রকাশ করে তারা।

কোভিড ভ্যাকসিন তৈরির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে 28 নভেম্বর তিনটি শহর ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হায়দরাবাদের ভারত বায়োটেক , আহমেদাবাদের জ়াইদাস পার্ক ও পুনে-তে সিরাম ইনস্টিটিউটে গিয়েছিলেন তিনি । ভ্যাকসিনের কাজ নিয়ে সংস্থাগুলির প্রশংসা করেছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details