পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে আক্রান্তের সংখ্যা 20 লাখ ছুঁই ছুঁই - Corona situation of India

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল 42 হাজার । প্রতিদিনই 700-র বেশি মানুষের মৃত্যু হচ্ছে ।

কোরোনা
কোরোনা

By

Published : Aug 8, 2020, 3:47 PM IST

দিল্লি, 8 অগাস্ট : আবারও 60 হাজারের গণ্ডি পেরল দেশে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় আক্রান্ত 61 হাজার 537 জন । এই নিয়ে দেশে মোট সংক্রমিত 20 লাখ 88 হাজার 612 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 933 জনের । যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 41 হাজার 585 ।

দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 14 লাখেরও বেশি মানুষ । সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত । অন্যদিকে, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 19 হাজার 88 ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে প্রতিদিনই 60 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । আজ যদিও সে রেকর্ডও পেরিয়ে গেছে । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 5 লাখ টপকেছে। গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে 10 হাজার 483 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । গত 24 ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছে 5 হাজার 880 জন । যা নিয়ে মোট কোরোনা আক্রান্ত 2 লাখ 85 হাজার 24 ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে । গত 24 ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছে 10 হাজার 171জন । যা নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা 2 লাখ 6 হাজার 960 । সংক্রমণ বাড়ছে কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও । এদিকে কিছুটা হলেও সংক্রমণ কমেছে দিল্লিতে । গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 1 হাজার 192 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ 42 হাজার 723 । সংক্রমণ বাড়ছে তেলাঙ্গানা, বিহার, ও অসমে ।

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল 42 হাজার । প্রতিদিনই 700-র বেশি মানুষের মৃত্যু হচ্ছে ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 2 কোটি 33 লাখ 87 হাজার 171 জনের নমুনা পরীক্ষা হয়েছে । শুধুমাত্র শনিবারই 5 লাখ 98 হাজার 778 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details