পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের উত্তরপ্রদেশ, 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক - উত্তরপ্রদেশের পিলিভিটে ধর্ষণ

এক বন্ধুর সঙ্গে টিউশন পড়তে গেছিল সে । তখনই ঘটনাটি ঘটে।

Six-year-old girl raped by tutor in UP's Pilibhit
Six-year-old girl raped by tutor in UP's Pilibhit

By

Published : Oct 27, 2020, 7:07 AM IST

পিলিভিট, 27 অক্টোবর : ফের যৌন নিগ্রহ উত্তরপ্রদেশে । এবার 6 বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তার গৃহশিক্ষকের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের জাহানাবাদ থানা এলাকার ঘটনা। ধর্মেন্দ্র মৌর্য নামে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ওই শিশু ক্লাস টু-এর ছাত্রী । এক বন্ধুর সঙ্গে টিউশন পড়তে গেছিল সে । অভিযোগ, তখনই তাকে যৌন নিগ্রহ করে শিক্ষক । মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে ঘটনাটি জানায়। এরপর পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ জানান ।

সেই অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ । জানিয়েছেন পুলিশ সুপার জয় প্রকাশ । ওই শিশুকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details