পুনে, ২১ ফেব্রুয়ারি : ২০০ ফুট গভীর গর্তে পড়ে গেল ৬ বছরের নাবালক। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পুনের থোরানডালে গ্রামে। নাবালকের নাম রবি পণ্ডিত বিল।
খেলতে খেলতে ২০০ ফুট গভীর গর্তে ৬ বছরের রবি - পুনে
২০০ ফুট গভীর গর্তে ৬ বছরের নাবালক। চলছে উদ্ধারকাজ।
চলছে উদ্ধারকাজ
স্থানীয় আম্বেগাঁও থানার তরফে জানানো হয়েছে, রবি গর্তের ১০ ফুটের মধ্যে আটকে রয়েছে। ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। রবির বাবা সেখানে কাজ করছেন। পরিবার নিয়ে তিনি ওখানেই থাকছিলেন। গতকাল বিকেলে খেলতে খেলতে হঠাৎই রবি গর্তে পড়ে যায়।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রবিকে উদ্ধারের কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। স্থানীয় প্রশাসন ও পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থানে রয়েছেন।