ইন্দোর, 31 ডিসেম্বর : বর্ষবরণের উৎসবের মাঝে দুর্ঘটনা ৷ ইন্দোরের কাছে মহুর পাতালপানিতে উৎসব চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় উলটে পড়ে একটি রোপওয়ে ৷ দুর্ঘটনায় সাত জনের মধ্যে ছ'জনের মৃত্যু হয় ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে চৈথরাম হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
বর্ষবরণের উৎসবে দুর্ঘটনা, মৃত 6 - New Year Party
বর্ষবরণের উৎসবের মাঝে দুর্ঘটনায় মৃত্যু হল ছ'জনের ৷ দুর্ঘটনাটি ইন্দোরের কাছে পাতালপানির ৷
![বর্ষবরণের উৎসবে দুর্ঘটনা, মৃত 6 বর্ষবরণের উৎসবে দুর্ঘটনা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5554189-thumbnail-3x2-acci.jpg)
বর্ষবরণের উৎসবে দুর্ঘটনা
পুলিশ জানিয়েছে, পুনীত আগরওয়াল নামে এক ব্যক্তি বর্ষবরণ উদযাপন করতে পরিবার নিয়ে পাতালপানি ওয়াটারফল এলাকায় যান ৷ সেখানেই পরিবার নিয়ে রোপওয়েতে ওঠেন ৷ আচমকা ছিঁড়ে পড়ে রোপওয়ে ৷ তাতেই পুনীত আগরওয়ালসহ পরিবারের 6 জনের মৃত্যু হয় ৷
Last Updated : Jan 1, 2020, 2:12 AM IST