দিল্লি, 22 এপ্রিল : কোরোনা থাবায় জর্জরিত দেশের অর্থনীতি । ইতিমধ্যেই বহু কম্পানির কাজ বন্ধ হয়ে গেছে । অনেকে চাকরিও হারিয়েছেন। কেউ আবার চাকরি পেয়েও লকডাউন আর কোরোনা সংক্রমণের জেরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন । এই পরিস্থিতিতে চাকরির প্রস্তাব বাতিল হল মাদ্রাজ় IIT-র ছ'জন পড়ুয়ার ।
শিক্ষা মন্ত্রকের অধীনে যত প্রতিষ্ঠান রয়েছে, ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ সমস্ত বিভাগের মধ্য়ে প্রথম স্থানে রয়েছে মাদ্রাজ় IIT । কিন্তু দেশের এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও রেহাই পায়নি এই কোরোনা উদ্ভূত পরিস্থিতি থেকে । সম্প্রতি মাদ্রাজ় IIT-র ছ'জন পড়ুয়াকে চাকরি প্রস্তাব দেওয়া হয়েছিল বেশ কয়েকটি কম্পানির তরফে । কিন্তু কোরোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশে লকডাউন চলছে । কয়েকদিন আগে লকডাউনের সময়সীমাও বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে ওই ছ'জন পড়ুয়ার চাকরির প্রস্তাব বাতিল করে দিয়েছে সংশ্লিষ্ট কম্পানিগুলি ।