পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 6, 2020, 12:55 PM IST

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত 6 ED আধিকারিক, সিল হল সদর দপ্তর

সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ছয় আধিকারিক কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ তাঁদের সংস্পর্শে আসায় অনেক আধিকারিককে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ আপাতত বন্ধ রাখা হয়েছে ED-র হেডকোয়ার্টার ৷

কোরোনায় আক্রান্ত
কোরোনায় আক্রান্ত

দিল্লি, 6 জুন : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র ছয় আধিকারিকের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ এই খবর ছড়ানোর পরই দু'দিনের জন্য বন্ধ করা হল ED-র হেডকোয়ার্টার ৷ তাঁদের সংস্পর্শে আসায় 10জনেরও বেশি আধিকারিকদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

সম্প্রতি ED-র হেডকোয়ার্টারের এক জুনিয়র-ব়্যাঙ্ক অফিসার কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তরফে তিনি এই সংস্থায় প্রতিনিধিত্ব করেন বলে জানা যায় ৷

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 9,887জন ৷ এখনও পর্যন্ত এক দিনের হিসেবে এই আক্রান্তের সংখ্যাই সর্বোচ্চ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 294জনের ৷ এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 6,642 ৷

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 2.3 লাখ ছাড়িয়েছে ৷ ইট্যালিকে টপকে বর্তমানে বিশ্বের নিরিখে ভারতের স্থান ছয় নম্বরে ৷ এখনও পর্যন্ত দেশে কোরোনায় সুস্থ হয়েছেন 1.14 লাখের বেশি মানুষ ৷

ABOUT THE AUTHOR

...view details