পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উধমপুরে খাদে বাস উলটে মৃত ৬ - deep george

উধমপুরে খাদ বাস উলটে মৃত্যু হল ছ'জনের। আহত ৩৮ জন।

দুর্ঘটনাগ্রস্ত বাস

By

Published : Mar 2, 2019, 10:58 AM IST


উধমপুর (জম্মু ও কাশ্মীর), ২ ফেব্রুয়ারি : গভীর খাদে বাস উলটে মৃত্যু হল ছ'জনের। দুর্ঘটনাটি উধমপুরের মাজালটা এলাকার। আহত হয়েছেন ৩৮ জন।

গতরাতে সুরিনসর থেকে একটি বাস শ্রীনগর যাচ্ছিল। সেইসময় মাজালটার কাছে একটি গভীর খাদে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

ABOUT THE AUTHOR

...view details