দিল্লি, 22 জুন : ভারতীয় রেলের তরফ থেকে কোরোনা ভাইরাস সংক্রমণ রোধে বেশ কিছু রেলের কামরাকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছিল বহুদিন আগে ৷ অবশেষে রেলের সেই আইসোলেশন ওয়ার্ডগুলিতে ভরতি হলেন 59 জন ব্যক্তি।
আজ এক আধিকারিক জানান, 20 জুন উত্তরপ্রদেশের মৌ স্টেশনে 42 জন ব্যক্তিকে কোরোনায় আক্রান্ত সন্দেহে ভরতি করানো হয়। পর দিন, 21 জুন আরও 17 জনকে রেলের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়। ইতিমধ্যেই আট জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত মোট 51 জন ভারতীয় রেলের সাধারণ কোচ, যেগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে, সেখানে ভরতি রয়েছেন।