দিল্লি, 13 জুন : কুয়েতে আটকে থাকা প্রায় 600 ভারতীয়কে আজ দেশে ফেরাল কেন্দ্র । বন্দে ভারত মিশনের আওতায় বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে । আজ কুয়েতের দু'টি বিশেষ বিমানে সেদেশে আটকে পড়া 580 জন ভারতীয়কে দেশে ফেরানো হয় ।
ওই দুই বিশেষ বিমানে আজ যাঁদের ফেরানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের নেল্লোরসহ বিভিন্ন এলাকার মানুষ । বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন ও কাস্টমস্ এর বিষয়গুলি খতিয়ে দেখা হয় ও তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হয় । এরপরই অন্ধ্রপ্রদেশ সরকারের বিশেষ বাসে তাঁদের সংশ্লিষ্ট জেলায় ফেরানার ব্যবস্থা করা হয় ।
কুয়েত এয়ারওয়েজ়-এর দু'টি বিশেষ বিমানে করে তাঁদের দেশে ফেরানো হয় । অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দা ছিলেন এই দুই বিমানে । বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানানো হয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হয়েছে এবং সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।