দিল্লি, 18 অগাস্ট : একদিনে আক্রান্ত হলেন 55 হাজার 79জন । দেশে মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 27 লাখ । গত সপ্তাহে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলেছিল ভারত । তবে এই সপ্তাহের শুরুতেই সংক্রমণের হার তুলনামূলকভাবে কম । দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত 27 লাখ 2 হাজার 743 ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, 4 অগাস্ট থেকে 13 অগাস্ট পর্যন্ত ভারতে দৈনিক সংক্রমণ ছিল বিশ্বে সর্বাধিক । সংক্রমিতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 57 হাজার 122জন । দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা মুক্তের সংখ্যা 19 লাখ 77 হাজার 779 । সক্রিয় আক্রান্ত 6লাখ 73হাজার 166 ।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতে COVID-19 সংক্রমণে মৃত্যুর হার 2 শতাংশেরও নিচে । 23 দিনে অ্যামেরিকায় মৃতের সংখ্যা 50 হাজার ছাড়িয়েছিল । ব্রাজিলে 95 দিনেই । কিন্তু ভারতে 156 দিন পরে মৃত্যু 50 হাজারের গণ্ডি ছোঁয় । 24 ঘণ্টায় দেশে 876জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা 51হাজার 797 ।
সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 4 হাজার 358 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 55 হাজার 579 । শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 43 হাজার 945 জন । সক্রিয় আক্রান্ত 54হাজার 122 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2লাখ 96 হাজার 609জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 84হাজার 777 ।
একিদনে 8 লাখ 99 হাজার 864 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট 3 কোটি 9 লাখ 41 হাজার 264 জনের নমুনা পরীক্ষা হয়েছে ।