মুম্বই, ২৭ মার্চ : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,০০০ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি এখন লন্ডনের জেলে। চেষ্টা চলছে তাকে দেশে ফেরানোর। আর তারই মাঝে গতকাল মুম্বইয়ে তার শিল্প সংগ্রহ থেকে ৬৮টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দফতর। যার মধ্যে ৫৫টি বিক্রি হয়েছে। বিক্রি বাবদ পাওয়া গেছে মোট ৫৪.৮৪ কোটি টাকা।
নীরব মোদির ৫৫টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দপ্তর - auction
গতকাল মুম্বইয়ে নীরব মোদির শিল্প সংগ্রহ থেকে ৬৮টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দফতর। যার মধ্যে ৫৫টি বিক্রি হয়েছে। বিক্রি বাবদ পাওয়া গেছে মোট ৫৪.৮৪ কোটি টাকা।
নিলামে ওঠা পেইন্টিংগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯ শতকের প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার একটি তৈলচিত্র। সেই পেইন্টিংটিতে দেখা যাচ্ছে ত্রাভাঙ্কোরের মহারাজা ও তাঁর ভাইরা বাকিংহামের তৃতীয় ডিউক রিচার্ড গ্রেনভিলকে স্বাগত জানাচ্ছেন। পেইন্টিংটি নিলামে প্রায় ১৪ কোটি টাকায় বিক্রি হয়েছে।
এছাড়াও, ভি এস গাইতোন্ডের একটি নামহীন তৈলচিত্র বিক্রি হয়েছে ২২ কোটি টাকায়। নিলামে এই ছবিটি সব থেকে বেশি দামে কেনা হয়। তাছাড়া শিল্পী যোগেন চৌধুরির একটি পেইন্টিং বিক্রি হয়েছে গতকালের নিলামে। নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার সময়ই এই পেইন্টিংগুলি উদ্ধার করেছিল আয়কর আধিকারিকরা।