দিল্লি, 6 মে : আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে হবে ভোটগ্রহণ । এরমধ্যে উত্তরপ্রদেশের 14 আসন, রাজস্থানের 12 আসন, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 7টি করে আসন, বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 4টি আসন ও জম্মু-কাশ্মীরের 3টি আসন রয়েছে । 51 আসনে ভোটার 8 কোটি 75 লাখ । প্রার্থী 674 । তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, রাজনাথ সিং ও স্মৃতি ইরানি ।
51 লোকসভা কেন্দ্রের মধ্যে গতবার 40টি আসন ছিনিয়ে নিয়েছিল BJP । কংগ্রেস পেয়েছিল মাত্র 2টি আসন । এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 7টি আসন । গত নির্বাচনে উত্তরপ্রদেশের 14 আসনের মধ্যে আমেথি ও রায়বরেলি বাদে বাকি সব আসনে জয়ী হয় BJP । আমেথি থেকে জিতেছিলেন রাহুল গান্ধি । রায়বরেলির জয়ী প্রার্থী সোনিয়া গান্ধি । এবার ওই দুই কেন্দ্রে প্রার্থী তাঁরাই । এদিকে, 14 আসনের মধ্যে BSP 5টি আসন অর্থাৎ ধৌরাহর, সীতাপুর, মোহনলালগঞ্জ, ফতেপুর, কৈসারগঞ্জে প্রার্থী দিয়েছে । সমাজবাদী পার্টি প্রার্থী দিয়েছে 7টি আসনে । আসনগুলি হল লখনউ, বান্দা, কৌসাম্বি, বারাবাঁকি, ফৈজ়াবাদ, বাহরাইচ ও গোন্ডা । আমেথি ও রায়বরেলি কেন্দ্রে দু'দলই প্রার্থী দেয়নি ।
উত্তরপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে সোনিয়া, রাহুল ছাড়াও রয়েছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি । রাজনাথ সিং লড়াই করছেন লখনউ থেকে । স্মৃতি ইরানি ফের একবার রাহুল গান্ধির বিরুদ্ধে লড়াই করবেন ।