পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে পঞ্চম দফার নির্বাচন : ভাগ্য নির্ধারণ রাহুল, সোনিয়া, রাজনাথদের

আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে হবে ভোটগ্রহণ । তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, রাজনাথ সিং ও স্মৃতি ইরানি ।

ভোট

By

Published : May 6, 2019, 4:14 AM IST

দিল্লি, 6 মে : আজ পঞ্চম দফার নির্বাচন । দেশের 7টি রাজ্যের 51টি আসনে হবে ভোটগ্রহণ । এরমধ্যে উত্তরপ্রদেশের 14 আসন, রাজস্থানের 12 আসন, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 7টি করে আসন, বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 4টি আসন ও জম্মু-কাশ্মীরের 3টি আসন রয়েছে । 51 আসনে ভোটার 8 কোটি 75 লাখ । প্রার্থী 674 । তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, রাজনাথ সিং ও স্মৃতি ইরানি ।

51 লোকসভা কেন্দ্রের মধ্যে গতবার 40টি আসন ছিনিয়ে নিয়েছিল BJP । কংগ্রেস পেয়েছিল মাত্র 2টি আসন । এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 7টি আসন । গত নির্বাচনে উত্তরপ্রদেশের 14 আসনের মধ্যে আমেথি ও রায়বরেলি বাদে বাকি সব আসনে জয়ী হয় BJP । আমেথি থেকে জিতেছিলেন রাহুল গান্ধি । রায়বরেলির জয়ী প্রার্থী সোনিয়া গান্ধি । এবার ওই দুই কেন্দ্রে প্রার্থী তাঁরাই । এদিকে, 14 আসনের মধ্যে BSP 5টি আসন অর্থাৎ ধৌরাহর, সীতাপুর, মোহনলালগঞ্জ, ফতেপুর, কৈসারগঞ্জে প্রার্থী দিয়েছে । সমাজবাদী পার্টি প্রার্থী দিয়েছে 7টি আসনে । আসনগুলি হল লখনউ, বান্দা, কৌসাম্বি, বারাবাঁকি, ফৈজ়াবাদ, বাহরাইচ ও গোন্ডা । আমেথি ও রায়বরেলি কেন্দ্রে দু'দলই প্রার্থী দেয়নি ।

উত্তরপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে সোনিয়া, রাহুল ছাড়াও রয়েছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি । রাজনাথ সিং লড়াই করছেন লখনউ থেকে । স্মৃতি ইরানি ফের একবার রাহুল গান্ধির বিরুদ্ধে লড়াই করবেন ।

রাজস্থানের 12 আসনে প্রার্থী 134 । জয়পুর রুরাল আসনে BJP-র প্রার্থী প্রাক্তন অলিম্পিয়ান রাজ্যবর্ধন রাঠোর । তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কৃষ্ণা পুনিয়া । বিকানেরে BJP-র লড়াই আরও কঠিন । এই আসনে প্রার্থী প্রাক্তন IAS অফিসার অর্জুন রাম মেঘওয়াল । তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মদনগোপাল মেঘওয়াল । মদন সম্পর্কে অর্জুনের খুড়তুতো ভাই ।

মধ্যপ্রদেশের 110 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 1 কোটি 20 লাখ ভোটার । পশ্চিমবঙ্গেও 7টি আসনে নির্বাচন । মোট ভোটার 1 কোটি 16 লাখ 91 হাজার 889 । বিহারে 5 আসনে প্রার্থী মোট 82 জন । শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে বিহার-নেপাল সীমান্ত ।

ঝাড়খণ্ডের 4 আসন - হাজ়ারিবাগ, কোদেরমা, রাঁচি ও খুন্তিতে সকাল 7টা থেকে শুরু হবে নির্বাচন । শেষ হবে বিকেল 4টের সময় । এই চার কেন্দ্র মাওবাদী অধ্যুষিত । নিরাপত্তার খাতিরে সেখানে দু'ঘণ্টা আগেই ভোটগ্রহণ শেষ করা হবে ।

জম্মু কাশ্মীরের তিন আসনের মধ্যে পুলওয়ামা, শোপিয়ান ও লাদাখে নির্বাচন হবে ।

ABOUT THE AUTHOR

...view details