পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত 50 SSB জওয়ান

থরালি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নবনীত চৌধুরি জানান, অসমের সেলাগুড়ি থেকে 117 জন জওয়ান গ্বালদমে প্রশিক্ষণের জন্যে এসেছে । তাঁদের নমুনা পরীক্ষা করা হয় । গত সন্ধ্যায় তাঁদের রিপোর্ট আসে । তাতে 50 জনের রিপোর্ট পজ়িটিভ ।

ssb jawans
কোরোনায় আক্রান্ত 50 SSB জওয়ান

By

Published : Aug 28, 2020, 3:36 PM IST

দেরাদুন, 28 অগাস্ট : উত্তরাখণ্ডের থরালি বিকাশখণ্ডের অন্তর্গত SSB প্রশিক্ষণ শিবিরে 50 জন জওয়ানের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এতে ওই শিবির-সহ এলাকায় আতঙ্ক ছড়ায় ।

থরালি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নবনীত চৌধুরি জানান, অসমের সেলাগুড়ি থেকে 117 জন জওয়ান গ্বালদমে প্রশিক্ষণের জন্যে এসেছে । তাঁদের নমুনা পরীক্ষা করা হয় । গত সন্ধ্যায় তাঁদের রিপোর্ট আসে । তাতে 50 জনের রিপোর্ট পজ়িটিভ ।

থরালির উপজেলাধিকারি কে এস নেগি জনান, SSB জওয়ানদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তাদের কাছে আছে । তাছাড়া ওই প্রশিক্ষণ শিবির লোকালয় থেকে দূরে তাই সংক্রমণ ছড়াবার সম্ভাবনা নেই ।

ABOUT THE AUTHOR

...view details