পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফেব্রুয়ারির মধ্যে দেশের অর্ধেক মানুষ কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা

কেন্দ্রের তরফে যে সেরোলজিক্যাল সার্ভে করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র 14 শতাংশ কোরোনায় আক্রান্ত । কিন্তু কমিটির অনুমান, কেন্দ্র যে সেরো সার্ভে করছে বর্তমানে কোরোনার সংক্রমণের হার তার থেকে অনেকটা বেশি ।

COVID 19 Update
প্রতীকী ছবি

By

Published : Oct 19, 2020, 10:34 PM IST

দিল্লি, 19 অক্টোবর : আগামী চার মাসের মধ্যে দেশের প্রায় অর্ধেক বাসিন্দা কোরোনায় আক্রান্ত হতে পারে । তবে ফেব্রুয়ারির পর থেকে কোরোনা সংক্রমণ অনেকটাই কমবে । এমনই মনে করছেন কোরোনার সংক্রমণ সংক্রান্ত কেন্দ্রের তৈরি করা কমিটির এক সদস্য ।

দেশে এখনও পর্যন্ত 75 লাখেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে । বিশ্বে কোরোনার সংক্রমণের নিরিখে অ্যামেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ।

তবে এক সংবাদসংস্থার সমীক্ষা বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যখন দেশে গড়ে প্রতিদিন 60 হাজারেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছিল, তারপর থেকে ক্রমে একদিনে সংক্রমণের সংখ্যা কমছে।

কেন্দ্রের তৈরি করা কমিটির সদস্য তথা কানপুর IIT -র অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "আমরা যে মডেলে কাজ করছি তাতে দেশে মোট জনসংখ্যার 30 শতাংশ মানুষ বর্তমানে কোরোনায় আক্রান্ত । অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এটি 50 শতাংশ হয়ে যেতে পারে ।"

আরও পড়ুন : আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে 75 লাখ, 24 ঘণ্টায় মৃত 579

কেন্দ্রের তরফে যে সেরোলজিক্যাল সার্ভে করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র 14 শতাংশ কোরোনায় আক্রান্ত । কিন্তু কমিটির অনুমান, কেন্দ্র যে সেরো সার্ভে করছে বর্তমানে কোরোনার সংক্রমণের হার তার থেকে অনেকটা বেশি ।

তাঁর কথায়, "যে ব্যাপক জনসংখ্যার মধ্যে সেরোলজিক্যাল সমীক্ষা করা হচ্ছে, তার কারণে হয়তো সমীক্ষার ফল একেবারে সঠিক আসছে না ।" তিনি আরও বলেন, "আমরা একটি নতুন মডেল তৈরি করেছি যা কোরোনা রিপোর্ট আসেনি এমন ঘটনাগুলির উপর বিশেষ জোর দেয় । এক্ষেত্রে তাই আমরা সংক্রমিতদের দু'টি ভাগে ভাগ করতে পারি - রিপোর্ট এসেছে এমন এবং রিপোর্ট আসেনি এমন ।"

ABOUT THE AUTHOR

...view details