পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যের আমফান বিধ্বস্ত এলাকা থেকে ফিরে কোরোনা আক্রান্ত 50 NDRF জওয়ান

20 মে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান ৷ যার জেরে কলকাতা সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় ৷ সেই সব এলাকায় উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছিল NDRF-এর বেশ কয়েকটি দলকে ৷ তাদের মধ্যেই 50 জন কোরোনায় আক্রান্ত হলেন ৷

ndrf jawan
NDRF জওয়ান

By

Published : Jun 9, 2020, 1:28 AM IST

দিল্লি, 9 জুন : কোরোনায় আক্রান্ত হলেন কমপক্ষে 50 NDRF জওয়ান ৷ তাঁরা পশ্চিমবঙ্গের আমফান বিধ্বস্ত এলাকায় মোতায়েন ছিলেন ৷ কটকে ফেরার পর ইতিমধ্যে 170 জন NDRF জওয়ানের কোরোনা পরীক্ষা হয়েছে বলে জানা গেছে ৷

পশ্চিমবঙ্গ থেকে ফেরার পর কয়েকদিন আগে এক NDRF জওয়ান কোরোনায় আক্রান্ত হন ৷ তারপরই তাঁর সংস্পর্শে আসায় বাকিদেরও পরীক্ষা করা হয় ৷ এখনও পর্যন্ত 50 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন যাঁদের আমফান বিধ্বস্ত এলাকায় মোতায়েন করা হয়েছিল ৷ তবে তাঁদের কোনও উপসর্গ ছিল না ৷ আরও পরীক্ষা করা হবে বলে NDRF-এর তরফে জানানো হয়েছে ৷

আমফান বিধ্বস্ত এলাকায় NDRF জওয়ানরা

আক্রান্তদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ ত্রাণ ও উদ্ধারকাজের জন্য আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গে NDRF-এর 19টি দল মোতায়েন ছিল ৷ প্রতিটি দলে 45 জন করে জওয়ান ছিলেন ৷

20 মে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে আমফান ৷ তার আগে থেকেই একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছিল NDRF জওয়ানদের ৷ পরে উদ্ধারকাজের জন্য আরও কয়েকটি দল মোতায়েন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details