পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে আসতে পারেনি মায়ের কাছে, দিল্লি থেকে বেঙ্গালুরুর বিমানে একাই ফিরল শিশু - বিহান শর্মা

ফেব্রুয়ারিতে ছুটি কাটাতে দাদু-দিদার কাছে গেছিল বিহান। তারপর লকডাউনের জেরে সেখানেই থেকে যেতে হয় তাকে ।

ছবি
ছবি

By

Published : May 25, 2020, 5:03 PM IST

বেঙ্গালুরু, 25 মে : বিমান বন্দরে তিন মাসের অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা । যথাসময়ে অবতরণ করল বিমান । ধীরে ধীরে সবাই বেরিয়ে আসছেন । কারও বাড়ি ফেরার আনন্দ । কেউ বা প্রিয়জনকে বহুদিন পর দেখে শেষমেশ স্বস্তি পেয়েছেন । যাত্রীদের ভিড়ে তখন উঁকি দিচ্ছে একটি ছোটো-খাটো চেহারা । হলুদ জ্যাকেট, হলুদ মাস্ক আর হাতে নীল গাল্ভস । মায়ের মুখে তখন হাসি ফুটে উঠেছে । হাতে স্পেশাল ক্যাটাগরির কাগজ নিয়ে মায়ের দিকে এগিয়ে চলেছে পাঁচ বছরের বিহান শর্মা। অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার প্রথমদিনে আজ দিল্লি থেকে বেঙ্গালুরুতে মায়ের কাছে একাই ফিরেছে সে।

ফেব্রুয়ারিতে ছুটি কাটাতে দাদু-দিদার কাছে গেছিল বিহান। তারপরই মার্চ মাসে কোরোনা সংক্রমণের জেরে লকডাউন শুরু হয় দেশে । জরুরি ব্যতীত সমস্ত পরিবহন পরিষেবা বন্ধ হয়ে যায় । এর জেরে আর বাড়ি ফেরা হয়নি বিহানের । দাদু-দিদার কাছেই থেকে যেত হয় তাকে । কিন্তু প্রায় তিনমাস মাকে দেখেনি সে। তাই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছিল । দিন কয়েক আগে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয় । তারপরই তডিঘড়ি নাতির জন্য টিকিট কেটে ফেলেন দাদু-দিদা ।

তিন মাস পর মায়ের সঙ্গে দেখা

আজ সকাল ন'টার সময় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমান বন্দরে পাঁচটি বিমান নামে । তার মধ্যেই একটিতে ছিল বিহান । দিল্লি থেকে স্পেশাল ক্য়াটাগরিতে যাত্রা করেছিল সে । বিমান কর্মীরাই তাকে সামলে রেখেছিলেন। ছেলেকে পেয়ে মা বলেন, "আমার পাঁচ বছরের সন্তান দিল্লি থেকে একাই ফিরেছে । আজ তিন মাস পর বেঙ্গালুরু ফিরল সে ।"

মাকে পেয়ে খুশি বিহান । বিমান বন্দরে পিছনে লাগেজ ব্যাগ নিয়ে চলেছেন মা । সামনে নিজের ছন্দে বাড়ির পথে এগিয়ে চলে বিহান ।

ABOUT THE AUTHOR

...view details