কারনাল, 4 নভেম্বর : আবারও নলকূপ খননের কাজে দুর্ঘটনা ৷ আবারও নলকূপের ফাঁদে মৃত্যু হল শিশুর ৷ ঘটনাস্থান হরিয়ানার কারনাল জেলার ঘরাউন্ডা সংলগ্ন হরসিংপুরা গ্রাম ৷ ঘরের থেকে মাত্র 20 ফুট দূড়েই ছিল নলকূপের গর্তটি ৷ গতকাল ওই নলকূপে পড়ে যায় 5 বছরের শিবানী ৷ আর পাঁচটা দিনের মতো কালও ঘরের সামনে খেলছিল শিবানী ৷ খেলতে খেলতেই ওই গর্তে পড়ে যায় সে ৷ নলকূপটির গভীরতা ছিল 50 ফুট ৷ ঘটনা জানাজানি হয় প্রায় 5 ঘন্টা পরে ৷ গভীর রাতে শুরু হয় উদ্ধার কাজ ৷ কিন্তু বাঁচানো গেল না তাঁকে ৷
আবারও নলকূপের গর্তে শিশু মৃত্যু, এবার হরিয়ানায় - Haryana accident news
তামিলনাড়ু, অমৃতসর, পুনের পর এবার হরিয়ানা ৷ ঘটনাস্থান হরিয়ানার কারনাল জেলার ঘরাউন্ডা সংলগ্ন হরসিংপুরা গ্রাম ৷ 50 ফুট গভীর নলকূপে পরে যায় 5 বছরের শিবানি ৷ সময়টা তখন ছিল প্রায় দুপুর 3টে ৷ দু'ঘন্টা পর খোঁজ শুরু হয় শিবানির ৷ অবশেষে প্রায় 5 ঘন্টা পর খোঁজ মিলল তার ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ও NDRF -এর বাহিনী ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷
সময়তখন প্রায় দুপুর 3টে ৷ দু'ঘন্টা পর খোঁজ শুরু হয় শিবানীর ৷ অবশেষে প্রায় 5 ঘন্টা পর খোঁজ মিলল তার ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ও NDRF -এর বাহিনী ৷ শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ নলকূপের থেকে কিছু দূরে JCB দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয় ৷ লাগাতার বালি পড়তে থাকার জন্য উদ্ধার কাজে বাধার সৃষ্টি হচ্ছে ৷ নলকূপের গভীরে মোবাইল পাঠিয়ে শিবানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷
হরিয়ানায় এই ধরনের ঘটনা এটিই প্রথম নয় ৷ এর আগেও নলকূপ খননের কাজে অবহেলার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ শুধুমাত্র হরিয়ানাই নয় ৷ সারা দেশ জুড়েই নলকূপ খননের কাজে গাফিলতির ঘটনা ঘটছে ৷ কিছুদিন আগেই তামিলনাড়ুতে প্রাণ হারায় 2 বছরের সুজিত উইলসন, অমৃতসরে 2 বছরের ফতেহবীর, পুনের 6 বছরের রবি ৷ বারবার নলকূপের কাজে গাফিলতির ছবি উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷