রায়পুর , 29 নভেম্বর : ছত্তিশগড়ে IED বিস্ফোরণে শহিদ হলেন ব্যাটলিয়নের অ্যাসিসট্যান্ট কমান্ডো নিতিন মালেরাব । ঘটনায় জখম আরও সাত CRPF জওয়ান । তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর । গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের সুকমা জেলায় । নকশালরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
ছত্তিশগড়ে IED বিস্ফোরণে শহিদ এক জওয়ান - সুকমায় জখম 5 CRPF জওয়ান
IG সুন্দররাজ পি জানিয়েছেন, গতকাল নিরাপত্তাবাহিনী তাদমেটলা গ্রামের কাছে একটি জঙ্গলে নকশাল বিরোধী অভিযান চালানোর সময় বিস্ফোরণ হয় । এই ঘটনায় কোবরা 206 ব্যাটলিয়নের সাত জওয়ান জখম হয়েছেন । তাদের জঙ্গল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
IG সুন্দররাজ পি জানিয়েছেন, গতকাল নিরাপত্তাবাহিনী তাদমেটলা গ্রামের কাছে একটি জঙ্গলে নকশাল বিরোধী অভিযান চালানোর সময় বিস্ফোরণ হয় । এই ঘটনায় কোবরা 206 ব্যাটলিয়নের সাত জওয়ান জখম হয়েছেন । তাদের জঙ্গল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
সুকমায় ফের নকশাল হামলার ঘটনা বাড়তে শুরু করেছে । নকশালরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। সম্প্রতি 21 নভেম্বর, নকশালরা দুই গ্রামবাসীকে হত্যা করেছে । ওই দুই যুবক কোন্টা থানা এলাকার বাসিন্দা ছিল । নকশালরা 17 নভেম্বর গভীর রাতে উভয় যুবককে বাড়ি থেকে অপহরণ করে এবং পরের দিন তাকে হত্যা করে । এরপর থেকে নিরাপত্তাবাহিনী নকশাল বিরোধী অভিযান শুরু করেছিল ।