পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তামিলনাড়ুতে আগুনে পুড়ে মৃত একই পরিবারের 5 সদস্য - tamilnadu

একই পরিবারের পাঁচ সদস্য ৷ আশঙ্কাজনক অবস্থায় বাকি একজন ভরতি হাসপাতালে ৷

ছবি
ছবি

By

Published : Sep 4, 2020, 6:56 PM IST

সালেম (তামিলনাড়ু), 4 সেপ্টেম্বর : আগুনে পুড়ে মৃত একই পরিবারের 5 জন ৷ ঘটনাটি তামিলনাড়ুর সালেমের থিরামণিমাথুরের ৷

গতকাল রাতে রামসাম্য নগরের বাসিন্দা আনবালাগা (50) এর বাড়িতে আগুন লাগে ৷ প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে ৷ ওই বাড়িতে আনবালাগা তাঁর বাবা, মা, স্ত্রী, ভাই, ও ভাইয়ের স্ত্রী-র সঙ্গে থাকতেন ৷ খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা সেখানে এসে উপস্থিত হন ৷ তাঁরা আনবালাগা ও তাঁর বাবা, মা-কে বাঁচাতে পারলেও আগুনে পুড়ে মৃত্যু হয় আনবালাগার ভাই কারথি (40), তাঁর স্ত্রী মহেশ্বরী (35), দুই পুত্র স্বরেশ (12), মুকেশ (10) ৷ পাশাপাশি আনবালাগার স্ত্রী মহেশ্বরীরও মারা যান ৷

আগুনে পুড়ে যাওয়া বাড়িটি

এদিকে, আনবালাগানের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে সালেম সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details