উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভূমিকম্প, মৃদু কম্পন শিলিগুড়িতেও
দুপুর 2 টো 53 মিনিট নাগাদ অরুণাচল প্রদেশ ও অসমের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয় ৷ শিলিগুড়িতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয় ৷ মাত্রা ছিল 5.6 ৷
শিলিগুড়ি, 19 জুলাই : আজ দুপুর 2 টো 53 মিনিট নাগাদ অরুণাচল প্রদেশ ও অসমের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6৷ তবে উত্তর পূর্বের রাজ্যগুলির ভূ-কম্পের প্রভাব পড়ে এরাজ্যের উত্তরবঙ্গের একাধিক জায়গায়। শিলিগুড়িতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়৷
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অসমের জোড়হাট থেকে 170 কিমি উত্তর পশ্চিমের একটি এলাকা এই ভূমিকম্পের উপকেন্দ্র ৷ গুয়াহাটি ও অসমের কিছু অংশে এর প্রভাব অনুভূত হয় ৷ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও মৃদু কম্পন বোঝা যায় ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷