পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মৃতদেহ নিয়ে আসানসোল থেকে রাজস্থান, পথে দুর্ঘটনায় মৃত 5 - উত্তরপ্রদেশে দুর্ঘটনা

মৃতদেহ নিয়ে আসানসোল থেকে রাজস্থান যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। ঘন কুয়াশায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখতে না-পেরে চালক তাতে ধাক্কা মারে। এই ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে।

five-died-in-road-accident-in-bhadohi
মৃতদেহ নিয়ে আসানসোল থেকে রাজস্থান, পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 5

By

Published : Jan 26, 2021, 2:34 PM IST

ভাদোহি (উত্তরপ্রদেশ), 26 জানুয়ারি : ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ভাদোহিতে। ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কা লেগে প্রাণ গেল কমপক্ষে 5 জনের। একটি মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে রাজস্থান যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি।

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের ভাদোহিতে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, আসানসোল থেকে রাজস্থানের চিত্তোরগড়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। তাতে ছিল একটি মৃতদেহ ও আরও পাঁচজন।

আরও পড়ুন: ট্র্যাক্টর মিছিল ঘিরে ধন্ধুমার, পালটা অবস্থানে পুলিশ

জানা গিয়েছে, তীব্র গতিতে ছুটে চলা অ্যাম্বুল্যান্সের চালক সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্টেশনারি ট্রাকে। ঘন কুয়াশার কারণে ট্রাকটি চালক দেখতে পাননি বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় চালক-সহ অ্যাম্বুল্যান্সে থাকা 5 জনেরই ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details