ভাদোহি (উত্তরপ্রদেশ), 26 জানুয়ারি : ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ভাদোহিতে। ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কা লেগে প্রাণ গেল কমপক্ষে 5 জনের। একটি মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে রাজস্থান যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি।
মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের ভাদোহিতে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, আসানসোল থেকে রাজস্থানের চিত্তোরগড়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। তাতে ছিল একটি মৃতদেহ ও আরও পাঁচজন।