মধ্যপ্রদেশ, 14 জুলাই : আল ভেঙে জল ছড়িয়ে পড়েছিল আচমকাই । সেই জলের তোড়ে ভেসে মৃত্যু হল 4 শিশুর । মধ্যপ্রদেশের মাণ্ডলায় একটি খেতে 5টি শিশু তলিয়ে যায় । এদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে । এক জন হাসপাতালে চিকিৎসাধীন । মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মাণ্ডলার বিছিয়া গ্রামে। আজ সকালে খেতের পাশে পাঁচ শিশু খেলা করছিল । খেতের আল ভেঙে জল ছড়িয়ে পড়তেই জলের তোড়ে পাশের জলাশয়ে ভেসে যায় পাঁচ জনই ।
জলের তোড়ে ভেসে মৃত 4 শিশু - flooded agricultural field
মধ্যপ্রদেশের মাণ্ডলায় একটি খেতে 5টি শিশু তলিয়ে যায় । এদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে । এক জন হাসপাতালে চিকিৎসাধীন ।
মধ্যপ্রদেশ
পরিবারের লোকজন ঘটনাস্থানে ছুটে আসে । উদ্ধার করা হয় পাঁচ জনকেই । নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । সেখানে চার শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনায় শোকাহত গোটা গ্রাম। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বুঝতেই পারছেন না কেউই ।