হায়দরাবাদ, 21 অগাস্ট : তেলাঙ্গানা শ্রীশৈলম জলবিদ্যুৎকেন্দ্রে আগুন । ঘটনায় নয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছে । তেলাঙ্গানা বিদ্যুৎদপ্তরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত নয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
শ্রীশৈলম বাঁধের তীরে ওই ভূগর্ভস্থ জলবিদ্যুৎকেন্দ্রে গতরাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । ওই সময় 30 জন কর্মী ঘটনাস্থানে ছিলেন । তাঁদের মধ্যে 15 জন সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন । তাঁদের মধ্যে আহত হন কয়েকজন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর আজ দুপুরে জানা যায়, পাঁচজনের মৃতদেহ ঘটনাস্থান উদ্ধার হয়েছে ৷ এই খবর আসার কিছুক্ষণ পর রাজ্য বিদ্যুৎদপ্তরের তরফে নয়জনের মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয় ৷ সঙ্গে জানানো হয়, আহত যারা হয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷
নগরকুরনুলের কালেক্টর এল শর্মা জানান, এখনও সুড়ঙ্গ থেকে গাঢ় কালো ধোঁয়া বের হচ্ছে । উদ্ধারের কাজে সমস্যা হচ্ছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নেতৃত্বেও উদ্ধার কাজ চলছে । মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও CID তদন্তের নির্দেশ দিয়েছেন । প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লাগে ।