পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

38 বছর আগে পরিত্যাগের জন্য মায়ের কাছে 1.5 কোটি দাবি ব্যক্তির - man pettition against his mother

40 বছর বয়সি শ্রীকান্তের বক্তব্য , দু'বছর বয়সে মুম্বইয়ে তাঁকে তাঁর জন্মদাত্রী মা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন । এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । অপরিচিত শহরে তাঁকে ভিক্ষা করতে হয়েছে । এই কারণে তাকে তাঁর জন্মদাত্রী মা আরতি মাশকর ও তাঁর দ্বিতীয় স্বামী উদয় মাশকরকে ক্ষতিপূরণ দিতে হবে ।

BOMBAY HIGH COURT
বোম্বে হাইকোর্ট

By

Published : Jan 13, 2020, 12:09 AM IST

Updated : Jan 13, 2020, 12:25 AM IST

মুম্বই, 12 জানুয়ারি : 38 বছর আগে পরিত্যক্ত করায় জন্মদাত্রী মায়ের থেকে দেড় কোটি টাকা দাবি করে বম্বে হাইকোর্টে আবেদন করল ছেলে । মেক আপ শিল্পী শ্রীকান্ত সবনিসের দাবি, অপরিচিত শহরে তাঁকে অত্যন্ত বেদনা ও প্রবল মনোকষ্টের মধ্যে কাটাতে হয়েছে । তাঁর মা তাঁকে মেনে নিতে চায়নি । সব কিছু তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ের কাছে লুকোতে বলে ।

40 বছর বয়সি শ্রীকান্তের বক্তব্য , দু'বছর বয়সে মুম্বইয়ে তাঁকে জন্মদাত্রী মা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন । এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । অপরিচিত শহরে তাঁকে ভিক্ষা করতে হয়েছে । এই কারণে তাকে তাঁর জন্মদাত্রী মা আরতি মাশকর ও তাঁর দ্বিতীয় স্বামী উদয় মাশকরকে ক্ষতিপূরণ দিতে হবে ।

তাঁর আবেদন অনুযায়ী জানা গেছে , আরতি মাশকর প্রথম দীপক সবনিসকে বিয়ে করেছিলেন । 1979 সালে শ্রীকান্তের জন্ম হয় । সেই সময় তাঁরা পুনেতে থাকতেন । 1981 সালে সিনেমায় কাজ করার জন্য অরতি মুম্বইয়ে চলে আসেন । শ্রীকান্তকেও তিনি সঙ্গে নিয়ে আসেন ।

মুম্বইয়ে আসার পর আরতি শ্রীকান্তকে ট্রেনে ছেড়ে দেন । শ্রীকান্তকে রেলে একজন আধিকারিক খুঁজে পান । তাঁকে তিনি একটি হোমে পাঠিয়ে দেন । এরপর পাঁচ বছর আইনি লড়াই শেষে শ্রীকান্তের দিদিমা তাঁর আইনি অধিকার পান । তিনি তাঁর দিদিমার সঙ্গেই থাকতেন । দিদিমা মারা যাওয়ার পর মাসির কাছে চলে যান শ্রীকান্ত ।

2017 সালে তাঁর জন্মদাত্রী মায়ের খোঁজ পান শ্রীকান্ত । এরপর 2018 সালের সেপ্টেম্বরে তিনি তাঁর মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন । সেই সময় আরতি স্বীকার করেন যে তিনি তাঁর ছেলে ৷ তাঁকে অনিবার্য পরিস্থিতিতে ত্যাগ করতে বাধ্য হন ।

এর পর শ্রীকান্ত তাঁর মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা করেন । তাঁরা সেই সময় তাঁকে সব কিছু লুকোতে বলে ।

শ্রীকান্তের আইনজীবী বলেন , "আমার মক্কেলকে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে । বিভিন্ন আত্মীয়দের দরজায় দরজায় আশ্রয় চাইতে হয়েছে । তাঁর শৈশব এই অগ্রহণযোগ্য পরিস্থিতিতে পুরো শেষ হয়ে গিয়েছিল । আরতি এবং উদয় মাশকর আমার মক্কেলের মানসিক শান্তি নষ্ট করেছে, যে কারণে তাঁদের ক্ষতিপূরণ দিতেই হবে। "

শ্রীকান্তের আবেদন ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে গৃহীত হয়েছে । বিচারপতি এ কে মেনন সোমবার তাঁর আবেদন শুনবেন ।

Last Updated : Jan 13, 2020, 12:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details