মুম্বই, 12 জানুয়ারি : 38 বছর আগে পরিত্যক্ত করায় জন্মদাত্রী মায়ের থেকে দেড় কোটি টাকা দাবি করে বম্বে হাইকোর্টে আবেদন করল ছেলে । মেক আপ শিল্পী শ্রীকান্ত সবনিসের দাবি, অপরিচিত শহরে তাঁকে অত্যন্ত বেদনা ও প্রবল মনোকষ্টের মধ্যে কাটাতে হয়েছে । তাঁর মা তাঁকে মেনে নিতে চায়নি । সব কিছু তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ের কাছে লুকোতে বলে ।
40 বছর বয়সি শ্রীকান্তের বক্তব্য , দু'বছর বয়সে মুম্বইয়ে তাঁকে জন্মদাত্রী মা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন । এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । অপরিচিত শহরে তাঁকে ভিক্ষা করতে হয়েছে । এই কারণে তাকে তাঁর জন্মদাত্রী মা আরতি মাশকর ও তাঁর দ্বিতীয় স্বামী উদয় মাশকরকে ক্ষতিপূরণ দিতে হবে ।
তাঁর আবেদন অনুযায়ী জানা গেছে , আরতি মাশকর প্রথম দীপক সবনিসকে বিয়ে করেছিলেন । 1979 সালে শ্রীকান্তের জন্ম হয় । সেই সময় তাঁরা পুনেতে থাকতেন । 1981 সালে সিনেমায় কাজ করার জন্য অরতি মুম্বইয়ে চলে আসেন । শ্রীকান্তকেও তিনি সঙ্গে নিয়ে আসেন ।
মুম্বইয়ে আসার পর আরতি শ্রীকান্তকে ট্রেনে ছেড়ে দেন । শ্রীকান্তকে রেলে একজন আধিকারিক খুঁজে পান । তাঁকে তিনি একটি হোমে পাঠিয়ে দেন । এরপর পাঁচ বছর আইনি লড়াই শেষে শ্রীকান্তের দিদিমা তাঁর আইনি অধিকার পান । তিনি তাঁর দিদিমার সঙ্গেই থাকতেন । দিদিমা মারা যাওয়ার পর মাসির কাছে চলে যান শ্রীকান্ত ।