মাদুরাই (তামিলনাড়ু), 8জুন : তামিলনাড়ুর সরকারি হাসপাতালে চার দুষ্কৃতীর হাতে খুন রোগী ৷ জানা যায় 40 বছর বয়সি ওই রোগী 2019 জুলাইয়ে রাজাসেকারান খুনের মামলায় জড়িত ছিল ৷ পুলিশের অনুমান প্রতিহিংসার জেরেই এই ঘটনা ৷
তামিলনাড়ুর সরকারি হাসপাতালে এক ব্যক্তিকে কুপিয়ে খুন - রাজাজি হাসপাতাল
হাসপাতালের ভিতরে 40 বছর বয়সি এক রোগীকে কুপিয়ে খুন করল চার দুষ্কৃতীর এক দল ৷ তাঁদের হাতে অস্ত্র ছিল বলেও জানা যায় ৷ ঘটনাটি আজ সকালে মাদুরাইয়ের এক সরকারি হাসপাতালে ঘটে ৷
জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম ভি মুরুগান ৷ তার স্ত্রী ও দুটো বাচ্চা আছে ৷ রাজাজি সরকারি হাসপাতালে কিডনির সমস্যায় ভরতি ছিল সে ৷ আজ সকালে ওয়ার্ড নং 101 এর ICU-তে তাকে কুপিয়ে খুন করে চার দুষ্কৃতী ৷ পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটায় চার দুষ্কৃতীর এক দল হাসপাতালে প্রবেশ করে মুরুগানকে কুপিয়ে খুন করে ৷ ওই ওয়ার্ডের নিরাপত্তাকর্মী পুলিশকে জানায় ৷ খবর পেয়ে ডেপুটি কমিশনার ই কার্তিক ঘটনাস্থানে পৌঁছান ৷ তার আগেই ওই চারজন পালাতে সক্ষম হয় ৷
পুলিশের প্রাথমিক অনুমান প্রতিহিংসার জেরেই এই খুন ৷ ঘটনায় রাজাসেকারানের স্ত্রীর ভূমিকা নিয়েও পুলিশ খতিয়ে দেখছেন ৷ পুলিশ মামলা দায়ের করেছেন এবং তদন্ত চলছে ৷