পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

8টি কুকুরের কামড়ে মৃত্যু 4 বছরের শিশুর - কুকুর

আটটি কুকুরের হামলায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। অন্ধপ্রদেশের কুর্নুল জেলায় ঘটনাটি ঘটেছে।

Dog attack
Dog attack

By

Published : Jun 9, 2020, 1:51 PM IST

কুর্ণুল, 9জুন : কুকুরের কামড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। গোটা ঘটনাটি সামনের একটি হাসপাতালে CCTV ফুটেজে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আল্লাগাড্ডা অঞ্চলে।

জানা গিয়েছে, নরসিমহা নামক চার বছরের ওই শিশুটির উপর একসঙ্গে আটটি কুকুর হামলা চালায়। কুকুরগুলি শিশুটিকে কামড়ে এবং টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যায়। ঘটনাস্থানেই শিশুটির মৃত্যু হয়।

কুকুরের আক্রমণের এই ঘটনাটি সম্পূর্ণ রেকর্ড হয়েছে রাস্তার উপরে অবস্থিত একটি হাসপাতালের CCTV ফুটেজে। শিশুমৃত্যুর ঘটনার পরও এলাকায় পথ কুকুরের জন্মনিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

ABOUT THE AUTHOR

...view details