আমরা যখন জানতে পারি এমন কারও সম্পর্কে, যে নিজের সঙ্গীকে ঠকাচ্ছে , তখন সমাজ হিসাবে সবসময় আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াই হল তাকে প্রতারক হিসাবে ধরে নেওয়া । আমরা প্রতারণাকে অনৈতিক কাজ বলে গণ্য করে থাকি , যা কোনও মন্দ মানুষই করতে পারে । কিন্তু কী হবে যদি আমরা আপনাদের বলি, এদের মধ্যে অনেকেই মানুষ হিসাবে খুব একা । এমনকী, বিষয়টা যখন মহিলাদের উপর কেন্দ্রীভূত হয়, তখন একাধিক আবেগপ্রবণ কারণের অস্তিত্ত্ব থাকে । যার জন্য কেউ নিজের সম্পর্কের বাইরে কারও কাছে স্নেহের খোঁজ করতে যায় । এই কারণগুলির মধ্যে সবচেয়ে বড় হল , ওই মহিলার বৈধ সম্পর্কে তার একজন ভালো সঙ্গী হয়ে থাকার ধন্যবাদহীন দায়িত্ব পালন । বিবাহ তথা পরিবার সংক্রান্ত থেরাপিস্ট উইনিফ্রেড রিইলির মতে, “মহিলারা এসে আমাকে বলেন, “আমি একা হয়ে পড়েছিলাম, সঙ্গীর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না । সঙ্গীর ঘনিষ্ঠ ছিলাম না এবং সম্পর্কে আমার কোনও গুরুত্বই ছিল না ।” তাঁর মতে , ওই মহিলারা এমন কাউকে খোঁজেন যাঁরা তাঁদের চোখে চোখ রেখে কথা বলবে এবং নিজের চোখেই তাঁদের আরও আবেদনময়ী মনে করাবে । এখানে চারটি কারণ উল্লেখ করা হল যা আপনাদের সাহায্য করবে , সম্পর্কে প্রতারণা করেছেন এমন মহিলাদের সম্পর্কে কোনও প্রাকধারণার বশবর্তী না হতে এবং বুঝতে, ঠিক কী মানসিকতা থেকে তাঁরা সেই পথে হেঁটেছিল ।
তারা নিজেদের প্রশংসার অযোগ্য, অবহেলিত মনে করেন
আমরা যেমন সমাজে বাস করি, সেখানে এটাই অলিখিত নিয়ম যে মহিলারাই ঘরবাড়ি আর সন্তানের দেখাশোনা করবেন । প্রতিদিন এই কাজের জন্য তাঁদের যে পরিমাণ পরিশ্রম দিতে হয়, স্বামীরা তার কখনও প্রশংসা করেন না । ফলে সেই মহিলাদের নিজেদের স্ত্রী বা সম্পর্কে সমান সম্মানপ্রাপ্ত সঙ্গীর বদলে একজন হাউসকিপার, ন্যানি অথবা পরিষেবা প্রদানকারী বলে মনে হয় । তাই তখন তাঁরা এমন কাউকে খোঁজেন, যাঁরা তাঁর কাজের নয় , তাঁর প্রশংসা করবেন ।
তাঁরা নিঃসঙ্গ