পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভূমিকম্পে কাঁপল গুজরাতের ভারুচ - ভূকম্পন অনুভূূত হল গুজরাতে

ভূকম্পন অনুভূূত হল গুজরাতের ভুরুচে৷ তবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷

earthquake
earthquake

By

Published : Nov 7, 2020, 9:40 PM IST

ভুরুচ, ৭ নভেম্বর : আজ বিকেল তিনটে 39 মিনিটে ভূকম্পন অনুভূত হয় গুজরাতের ভারুচে ৷ রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 4.2 ৷ এমটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(NCS) । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷

সুরতের 53 কিমি উত্তর-পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷

আজ জম্মু ও কাশ্মীরের পহেলগাম-এও ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.1 ৷ ভোর চারটে 29 মিনিটে সেখানে কম্পন অনুভূত হয় ।

ABOUT THE AUTHOR

...view details