পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালাতেই মিলল তৃতীয় কোরোনা আক্রান্তের খোঁজ

কাসারগড়ের কানজানগাড় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে কোরোনা আক্রান্ত ওই ব্যক্তির ৷

corona-found-in-kerala
কোরোনা

By

Published : Feb 3, 2020, 1:13 PM IST

Updated : Feb 3, 2020, 2:27 PM IST

তিরুবনন্তপুরম, 3 ফেব্রুয়ারি : দেশের প্রথম ও দ্বিতীয় কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল কেরালায় ৷ এবার তৃতীয় আক্রান্তের সন্ধানও পাওয়া গেল সেখানে । আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে একথা জানান । পরে সাংবাদিক বৈঠকে একথা নিশ্চিত করেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাও ।

আজ প্রথমে এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, কেরালায় কোরোনা ভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । তাঁকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

এরপরই সাংবাদিক বৈঠক করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাসারগড়ের কানজানগাড় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির । তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । কয়েকদিন আগেই চিনের ইউহান থেকে ফিরেছিলেন তিনি ।

চিনে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 350 জনের মৃত্যু হয়েছে ৷ মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের 20টিরও বেশি দেশে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে ৷

কেরালায় কোরোনায় আক্রান্ত যে তিন জনের খোঁজ পাওয়া গেছে তাঁরা রাজ্যের তিন প্রান্তের বাসিন্দা ৷ একজন উত্তর কেরালার কাসারগড়, একজন কেরালার ত্রিশুর ও আর একজন দক্ষিণ কেরালার আলাপপুঝার বাসিন্দা ৷ আজ কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ "


কেরালা সরকারের তরফে জানানো হয়েছে, বিপদ এড়াতে রাজ্যের প্রায় 2000 বাসিন্দার উপর নজর রাখা হচ্ছে ৷ আইসোলেশন বিভাগে ভরতি 70 জনকে দিনরাত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা ৷ অন্যদিকে প্রথম কোরোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে ৷

Last Updated : Feb 3, 2020, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details