পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কমল সক্রিয় আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত 501 - কোরোনা

গত তিনদিন ধরেই আক্রান্তের সংখ্যা রয়েছে 40 হাজারের নিচে । কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ।

দেশে দৈনিক সংক্রমণের সূচক নিচের দিকেই, মৃত 501
দেশে দৈনিক সংক্রমণের সূচক নিচের দিকেই, মৃত 501

By

Published : Dec 2, 2020, 12:44 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 36 হাজার 604 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 94 লাখ 99 হাজার 414 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 501 জনের মৃত্যু হয়েছে । সোমবার মৃতের সংখ্যা ছিল 486 । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 38 হাজার 122 জনের ।

গত 24 ঘণ্টায় 43 হাজার 62 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 89 লাখ 32 হাজার 647 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 28 হাজার 644 ।

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 28 হাজার 826 জন । সুস্থ হয়ে উঠেছে 16 লাখ 91 হাজার 412 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে 8 লাখ 86 হাজার 227 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 50 হাজার 707 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 68 হাজার 749 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 54 হাজার 326 জন ।

24 ঘণ্টায় মোট 10 লাখ 96 হাজার 651 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 24 লাখ 45 হাজার 949 সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ABOUT THE AUTHOR

...view details