পশ্চিমবঙ্গ

west bengal

মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ, বিগত 4 মাসের মধ্য়ে সর্বনিম্ন

By

Published : Dec 6, 2020, 1:35 PM IST

শনিবারে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 36 হাজার 11 । 41 হাজার 970 জন গতকাল সুস্থ হয়ে উঠেছে ।

36011 fresh covid cases in india
36011 fresh covid cases in india

দিল্লি, 6 ডিসেম্বর : গত 24 ঘণ্টায় দেশে 36 হাজার 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 লাখ 44 হাজার 222 । প্রায় সপ্তাহ খানেক ধরেই কোরোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী ।

শনিবার কোরোনায় মৃত্যু হয়েছে 482 জনের । দেশে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 182 জনের তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে ।

গত 24 ঘণ্টায় 41 হাজার 970 জন সুস্থ হয়ে উঠেছে । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 91 লাখ 792 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 3 হাজার 248 । চার মাসের মধ্যে গতকালই ছিল সর্বনিম্ন সক্রিয় আক্রান্ত ।

মোট কোরোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ । মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 18 লাখ 47 হাজার 509 জন । সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 15 হাজার 884 জন । কর্ণাটকে কোরোনায় মোট আক্রান্ত 8 লাখ 91 হাজার 685 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 54 হাজার 861 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 71 হাজার 305 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 58 হাজার 115 জন ।

গতকাল 11 লাখ 1 হাজার 63 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত 14 কোটি 69 লাখ 86 হাজার 575 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) ।

ABOUT THE AUTHOR

...view details