পটনা, 12 জুন : বিহারের মুজফরপুরের বেসরকারি বা সরকারি হাসপাতালের প্রত্যেকটা শিশু ওয়ার্ডে কান পাতলেই শোনা যাচ্ছে "মায়েদের কান্না" । তথ্য বলছে 48 ঘণ্টার মধ্যে 36 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 133 জন এখনও হাসপাতালে ভরতি । চিকিৎসকদের সন্দেহ, এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভরতি হতে হয়েছে শিশুদের । যদিও, তাঁরা জানাচ্ছেন, শিশুদের মৃত্যুর কারণ হাইপোগ্লাইসিমা । অর্থাৎ, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ।
মুজ়াফ্ফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এস কে সাহি বলেন, "গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন । কিন্তু, এটা ঠিক, 90 শতাংশ শিশুর মৃত্যু হয়েছে হাইপোগ্লাইসিমার কারণে ।"