বেঙ্গালুরু, 15 জানুয়ারি : আন্তর্জাতিক পর্যায়ের এক হ্যাকারকে গ্রেপ্তার করা হল বেঙ্গালুরুতে৷ তার বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ রয়েছে৷ এর মধ্যে একটি চিনের তৈরি অনলাইন গেমের সাইটও রয়েছে৷ ধৃতের নাম শ্রী কৃষ্ণ৷ সে বেঙ্গালুরুর জয়নগর এলাকার বাসিন্দা৷ তাকে সিসিবি গ্রেপ্তার করেছে৷ তার কাছ থেকে 31টি বিটকয়েন পাওয়া গিয়েছে৷ যার বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা৷
এই হ্যাকিংয়ের কাজে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে খবর৷ তারা মূলত তথ্য চুরির উদ্দেশ্যে সাইটগুলি হ্যাক করত৷ পাশাপাশি বিটকয়েন বা অন্যান্য অনলাইন কারেন্সি চুরি করতেও এই হ্যাকিং চালাত বলে অভিযোগ৷ সেই কারণেই তাঁদের নজর সবচেয়ে বেশি ছিল গেমিং ওয়েবসাইটগুলির উপর৷