দিল্লি, 16 জুন : "মেক ইন ইন্ডিয়া"-র অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের বিভিন্ন হাসপাতালে 3 হাজার দেশীয় ভেন্টিলেটর বিতরণ করা হল।
কোরোনা রোগীদের অন্যতম উপসর্গ হল শ্বাসকষ্ট । বহু কোরোনা রোগীই অ্যাকিউট রেসপিরেটরি ডিজ়িজ় সিনড্রোমে(ARDS) ভুগছেন, তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজন ভেন্টিলেটরের । 1 মে স্বাস্থ্যমন্ত্রক একটি প্রেস বিবৃতিতে জানায়, জুন পর্যন্ত দেশে 75 হাজার ভেন্টিলেটরের চাহিদা রয়েছে । রাজ্য সরকারগুলির প্রয়োজন অনুসারে দেশেই বিভিন্ন কম্পানিকে ভেন্টিলেটর তৈরির অর্ডার দেওয়া হয়েছে ।
এক আধিকারিক জানান, "এখনও পর্যন্ত কমপক্ষে 3 হাজার দেশীয় ভেন্টিলেটর একাধিক রাজ্যের হাসপাতালে পাঠানো হয়েছে । কয়েকটি ভেন্টিলেটর এখনও পাঠানো বাকি রয়েছে। " তিনি বলেন, আগামীদিনে ভেন্টিলেটর তৈরির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। "মেক ইন ইন্ডিয়া"-র উদ্যোগে স্থানীয় ভেন্টিলেটর প্রস্তুতকারকদের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য প্রোটোকল বুঝিয়ে নতুন সাপ্লাই চেন তৈরি করা হয়েছে । ভারত ইলেকট্রনিক্স লিমিটেড(BEL), যা স্ক্যানরে-র সঙ্গে যৌথভাবে 30 হাজার ভেন্টিলেটর তৈরির অর্ডার পেয়েছে।